নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: চাষাপাড়া বারোয়ারীর বুড়িমা ছাড়াও এবছরের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর আরও এক চমক পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের বুর্জ খলিফা। এবছরের দুর্গাপূজায় যা দেখা গিয়েছিল কলকাতায়। প্রত্যেক বছরই মণ্ডপসজ্জা নিয়ে পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের ভাবনা দর্শনার্থীদের নজর কাড়ে। প্রত্যেক বছরই মণ্ডপসজ্জা নিয়ে তাদের ভাবনা দর্শনার্থীদের নজর কাড়ে। বিবিধ আলোয় সেজে ওঠে গোটা কৃষ্ণনগর শহর। আলোয় সেজে ওঠে গোটা কৃষ্ণনগর শহর। সেই আলোকসজ্জাকে টেক্কা দিতে তৈরি বুর্জ খলিফা।
কলকাতা শ্রীভুমির বুর্জ খলিফা মণ্ডপ দেখতে মহালয়ার দিন থেকে ভিড় উপচে পড়েছিল। এই ভিড় ও সমস্যার জন্য নবমী থেকে বন্ধ করে দেওয়া হয় মণ্ডপটি । তবে নদিয়ার সাধারণ মানুষ এই মন্ডপ দেখতে পাবেন জগধাত্রী পুজোতে।
একনজরে দেখে নিন কেমন দেখতে পাত্রবাজার স্বীকৃতি ক্লাবের বুর্জ খলিফা..



