আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ১৭ হাজার প্রস্তাব জমা পরল সমগ্র নদিয়ায়।

নদিয়া : ক্রমশ সাফল্যের দিকে এগোচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সমগ্র নদিয়া জেলায় এখনো পর্যন্ত কাজের প্রস্তাব জমা পড়েছে ১৭ হাজার। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরুর ১৫ দিনের মধ্যেই এত সংখ্যক প্রকল্প সাধারণ প্রস্তাবকদের কাছ থেকে উঠে এসেছে। নদীয়া জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলায় মোট ৬০০টি শিবিরে ৫ লক্ষ ১৮ হাজার মানুষ‌ যোগদান করেছেন।

শুক্রবার নদীয়ার জেলাশাসক এস অরুনপ্রসাদ এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন , নদিয়া জেলায় মোট ৪৬৮৬টি বুথ রয়েছে।‌ যেখানে মোট ১৭৮৪ টি শিবির করার পরিকল্পনা রয়েছে। গত ২ আগস্ট থেকে নদীয়ার বিভিন্ন ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি শুরু হয়। বিগত ১৫ দিনে জেলা জুড়ে মোট ৫৮৯টি শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে ১৫৫৩টি বুথের ৫ লক্ষ ১৭ হাজার ৯৪০ মানুষ এই সমস্ত শিবিরগুলোতে এসেছেন।

এখনো পর্যন্ত নদিয়া জেলায় মোট ১৭ হাজার ৩৩ টি প্রকল্প জমা পড়েছে। যার মধ্যে কৃষ্ণনগর সদর মহকুমায় ৬৫২৩টি, তেহট্ট মহকুমা ২৯৮৯টি, রানাঘাট মহকুমায় ৪১৩২টি এবং কল্যাণী মহকুমায় ৩৩৮৯টি প্রকল্পের জমা করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা জুড়ে এখনো পর্যন্ত ১৬৯৯০ টি প্রকল্প সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে। ‌ যার মধ্যে ১০,৮৩৮ টি প্রকল্পের ক্ষেত্রে স্ক্রুটিনির কাজ শেষ হয়েছে।

প্রতি বুথ থেকে গড়ে ১১ টি করে প্রকল্প জমা পড়েছে প্রশাসনের কাছে। প্রকল্পের ধরণ বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ৫৬০৮টি প্রকল্প রাস্তা সংক্রান্ত, ৫৩২৫টি প্রকল্প বিদ্যুৎ সংক্রান্ত, ২৩১৩টি প্রকল্প শৌচাগার সংক্রান্ত, ৯৯৬টি স্কুল সংক্রান্ত সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জেলা প্রশাসন সূত্রে খবর, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যেভাবে সাধারণ মানুষের সারা মিলেছে তা এককথায় অভূতপূর্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post Author

Martha Jean

It is a long established fact that a reader will be distracted by the readable content.

Popular Articles

Top Categories

Top News

Social

Tags