তওকতের দাপটে গুজরাটে মৃত্যু ৬ জনের, ধ্বংস হয়েছে বহু ঘর বাড়ি

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গতবছর বাংলা ওড়িশার ওপর দিয়ে বয়েছিল ঘূর্ণিঝড় আমফান । ধ্বংসলীলা চালিয়ে তছনছ করে দিয়ে বহু মানুষের বাড়ি ঘর । এবছরের প্রথম ঘূর্ণিঝড় তওকতে তান্ডব দেখালো ভারতের পশ্চিম উপকূলে । গতকাল সন্ধ্যে থেকে গুজরাট উপকূলে ধ্বংস লীলা শুরু করে ঘূর্ণিঝড় তওকতে । সর্বোচ্চ ১৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সম্মুখীন হয় গুজরাট উপকূল।

গতকালের ঘূর্ণিঝড়ের দাপটে গুজরাট উপকূলের পাশাপাশি ক্ষতির মুখে পড়ে মহারাষ্ট্র । মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কথায় ,মহারাষ্ট্রে মৃত্য হয়েছে ৬ জনের । একই সঙ্গে আহত হয়েছেন ৯ জন । রাস্তায় গাছ পরে ব্যাহত হয়েছে যান চলাচল।পরে অবশ্য সবকিছু সরিয়ে যান চলাচল সক্রিয় করা হয় । ভারী বৃষ্টিপাতের জেরে মুম্বাইয়ে বন্ধ ছিল বিমান পরিষেবা । মহারাষ্ট্রের একাধিক এলাকা এখনও জলমগ্ন ।

একইসঙ্গে কর্ণাটকে প্রাণ হারিয়েছেন ৮ জন । ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ জেলার ১২১টি গ্রাম । কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ঘূর্ণিঝড় তওকতের তান্ডবে কেরালায় মৃত্যু হয়েছে ৭ জনের । ধ্বংস হয়ে গিয়েছে ১৫০০ এরও বেশি বাড়ি ঘর । ক্ষতি হয়েছে চাষের জমির ।

মৌসম দফতর জানিয়েছে,মধ্যপ্রদেশ ও সৌরাষ্ট্র ,উত্তরপ্রদেশ ও দিউ এলাকাতে এখনও বৃষ্টিপাত চলবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *