নদিয়া: বাজারে ক্রমাগত আর্থিক দেনার চাপ। মাথার উপর দেনা-পাওনার পাহাড়, সব মিলিয়ে জীবনের চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নদিয়ার ধানতলা থানার হালালপুর গ্রামের দম্পতি। পেশায় রুপোর অলংকার ব্যবসায়ী খোকন সন্ন্যাসী এবং তাঁর স্ত্রী অলকা সন্ন্যাসী। দিনের পর দিন পাওনাদারদের চাপে পড়ে শেষমেশ কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। দীর্ঘদিন ধরেই খোকনবাবু নিজ হাতে রুপোর গহনা তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করে সংসার চালাচ্ছেন।
কিন্তু কয়েক বছর ধরে ব্যবসায় মন্দা হাওয়াই ঋণের বোঝা বাড়তে থাকে মাথার উপর। পাওনাদারদের চাপ এতটাই বেড়ে যায় যে, একসময় আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন দম্পতি। কিন্তু তাদের
