নদিয়া: দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। পৌরসভাকে জানিও হচ্ছে না বেহাল রাস্তার সংস্কার। অবশেষে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিল বিরোধী কাউন্সিলর। নদিয়ার কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ, স্বামী রূপ ঘোষ তাদের অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের চাষাপাড়া থেকে দীর্ঘ কয়েক মিটার রাস্তার বেহাল অবস্থার কথা বারে বার জানিয়েছিলেন পৌরসভাকে।
বেশ কয়েকটি রাস্তার সংস্কারের কাজ হলেও এই রাস্তাটি বাদ থেকে যায়। কিন্তু সামনেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের ঐতিহ্য মন্ডিত চাষাপাড়া বারোয়ারিতে যেতে গেলে এই রাস্তায় একমাত্র উপায় মানুষের। জগদ্ধাত্রী পুজো চলে এলেও এখনো এই রাস্তার কাজ সম্পন্ন হলো না। বর্তমান পরিস্থিতিতে স্বামী স্ত্রী দুজনেই সিদ্ধান্ত নেন এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে শুরু করবেন রাস্তার সংস্কারের কাজ।
নিজেদের অর্থ এবং এলাকাবাসীর অর্থ এক জায়গায় করে শনিবার এই রাস্তার সংস্কারের কাজ শুরু করা হয়। বিরোধী কাউন্সিলর হওয়ার কারণে পৌরসভার এই গাফিলতি। এমনই প্রশ্নই তুলছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ ও তার স্বামী রূপ ঘোষ। অন্যদিকে জগদ্ধাত্রী পুজোর আগে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।
আর পৌরসভার চূড়ান্ত গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ সৃষ্টি হচ্ছে এলাকার মানুষের মধ্যে। সম্প্রীতি নদিয়ার কৃষ্ণনগরের পৌরসভার অভ্যন্তরীণ বেশকিছু কারণের জন্য উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে যায় পৌরসভা এলাকাগুলিতে, বর্তমান পৌরসভার চেয়ারম্যান ও প্রাক্তন চেয়ারম্যানের সাথে বাগবিদণ্ড তৈরি হওয়ায় থমকে যায় একাধিক কাজ, আর এই রাস্তার সংস্কারের গাফিলতির এরই কারণ থাকতে পারে বলে মনে করছেন ২০ নম্বর ওয়ার্ডের বসবাসকারীরা।
