নদিয়া: ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে ভারত বাংলাদেশের মধ্যে কাঁটাতারের
বেড়া খুলে দেওয়া হবে। অন্যদিকে তৃণমূল ক্ষমতায় আসলে সেখানেও কাঁটাতারের বেড়া আর থাকবে না। খুলে যাবে তবে সেটা বাংলাদেশের সঙ্গে যোগ হয়ে যাবে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাটিয়ারী বানপুরে এক যোগদান কর্মসূচিতে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এমনই বিস্ফোরক মন্তব্য করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার।
এসআইআর আবহে নদিয়ার মাটিয়ারী বানপুরে ওই পঞ্চায়েতের এক নির্দল সদস্য সহ ১০০ টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে দাবি বিজেপির।২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে অনেকেই চিন্তায় থাকার কারণে এই যোগদান বলে মনে করা হচ্ছে। আর এরই মধ্যে নদীয়ার সীমান্তবর্তী এলাকায় রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ এর বিস্ফোরক মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এই বিষয়ে কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুভদীপ সরকার জানান, উনি বিভিন্ন সময় ভুল ভাল বকে থাকেন। ওনার সুস্থতা কামনা করি আমরা। উনি নিজেও জানেনা সীমান্ত সুরক্ষায় কারা থাকে। এখানে রাজ্যের কোন বিষয় নয় সেটা আগে ওনার জানা উচিত। সীমান্ত সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী থাকে। তা নিয়ন্ত্রণ করে বিজেপি সরকার। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে ধারণা ওনার নিজস্ব। এর আগেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। এখনো পর্যন্ত এইরকম পরিস্থিতি তৈরি হয়নি। সেটা ওনার জানা দরকার।
