নদিয়া : ডিটেইনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেবো! কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়!মন্তব্য নদিয়ার হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান দেবাশীষ বোসের।
গত দুদিন আগে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ সভায় হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ে মঞ্চে দাঁড়িয়ে ডিটেইনশন ক্যাম্প ভেঙে ফেলার মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের হরিণঘাটা পৌরসভার পৌরপ্রধান। যদিও তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে দলেরই হরিণঘাটা টাউন সভাপতি।
কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তিনি এও বলে বিজেপি একটি দাঙ্গাবাজ পার্টি। এটা জাতি দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে। জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষে এগিয়ে চলেছে বলেও মন্তব্য পৌর প্রধানের। এনআরসি সিএএর নামে মানুষকে ক্রীতদাস করা হচ্ছে বলে ও মন্তব্য পৌর প্রধান দেবাশীষ বোসের। যদি ওই বিষয়ে বনগাঁ সাংগঠনিক বিজেপির সম্পাদিকা মীনাক্ষী দে জানান, সিএ নিয়ে কারা ভয় পাচ্ছে যারা ভারতীয় নয়।
কারা সমালোচনা করছে, যারা ভারতীয় নয়। ভারতীয়দের সিএ নিয়ে তো ভয় পাওয়ার কোন কারণই নেই। আর পৌরসভার যিনি পৌরপতি তিনি কিভাবে কথা বলেন তা আমার জানা নেই। তিনি ভারতীয় কিনা সে বিষয়ে সন্দেহ আছে। উনি যদি ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দিতে চান তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। স্বাধীনতার পরে প্রায় আটবার সিএএ হয়েছে। যারা প্রকৃত ভারতীয় তাদের ভয় পাওয়ার কথা নয়। আর তৃণমূল কংগ্রেস গোটা প্রক্রিয়া থেকে নিয়ে অপপ্রচার ও বিভ্রান্ত করছে।
