নদিয়া: নদিয়ার তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে আজ রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন সংকল্প সভা। তার আগে তাহেরপুর ১২ নম্বর জাতীয় সড়কের ধারে রাস্তা জুড়ে বিজেপির পক্ষ থেকে যেমন লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাটাউট তেমনি হঠাৎই দেখা গেল তো বেক মোদি লেখা পোস্টার। চাকরিতে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাহেরপুর জুড়ে।
কে বা কারা পোস্টার মেরেছে এখনো স্পষ্ট নয় তবে বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে রাতের অন্ধকারে এমন কাজ করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমন সমস্ত পোস্টার দেখার পর সভায় আসা সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা সেগুলোকে ছিড়ে দেয়।যদিও এ বিষয়ে বিজেপি নেতা দেবজিৎ সরকার জানান, এ বিষয়টি কি আমরা কোনমতেই গুরুত্ব দিচ্ছি না।
বিশ্বের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদি আজ বাংলায় আসছে তার আগে কিছু দুষ্কৃতী এই পোস্টার লাগিয়েছে। এই পোস্টারে কেউ ফিরেও তাকাচ্ছে না। আমরা যারা বিজেপি কর্মী সমর্থক আছে তারা এই বিষয়টিকে একদম গুরুত্ব দিচ্ছি না।
