নদিয়া: বাংলার মানুষকে শাস্তি দিয়ে বাংলায় পরিবর্তন আনতে চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার নদীয়ার চাপড়ায় রোড শো তে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। রবিবার চাপরা ইনসাফ ক্লাবের মাঠ থেকে শ্রীনগর মোড় পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর নিজের গাড়ির ছাদে দাঁড়িয়েই বক্তব্য শুরু করেন অভিষেক। বক্তব্য দিতে গিয়ে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
অভিষেক বলেন, ১০০ দিনের কাজ, মাথার ছাদ, জল এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছেন তিনি। প্রধানমন্ত্রী চান বাংলা যাতে আপনার কাছে বশ্যতা স্বীকার, মেরুদন্ড বিক্রি করে, মাথা নিচু করে। কিন্তু বাংলা পাল্টাবে না বলেই দাবি অভিষেকের। দিন কটাক্ষের সুরে অভিষেক বলেন আগে জয় শ্রীরাম বলে ভাষণ শুরু করতেন। আর এখন আপনাদের জয় মা কালী জয় মা দূর্গা বলতো হচ্ছে। বাংলা পাল্টাবে না পাল্টেছেন আপনারা।
খোলা জায়গায় দাঁড়িয়ে অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দেন কেন্দ্রীয় সরকারকে। যেকোনো জায়গায় যেকোনো সময় যেকোনো ভাবে বিজেপির উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আসতে বলেন। পরিসংখ্যান আর তথ্যের নিরিখে তিনি লড়াই করতে প্রস্তুত বলে হুংকার ছাড়েন। অন্যদিকে এসআইআরে সাধারণ মানুষের হয়রানি নিয়ে বিজেপি ও কমিশনকে দোষারোপ করলেন অভিষেক।
এদিন কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় রোড শো করতে এসে আগামী বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় ৮-০ করার ডাক দেন তিনি বাকিটা রাজ্যে বিজেপিকে ৫০ এ নামিয়ে আনার দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেন। এদিন অভিষেকের রোড শোতে জানো জোয়ার লক্ষ্য করা যায় চাপড়ায়।
এদিনে ঝাঁঝালো বক্তিতা থেকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় বিজেপি পরিচালিত পঞ্চায়েতে কি কি দুর্নীতি হয়েছিল তার সবিস্তার ব্যাখ্যা দেন তিনি। এদিনের অভিষেকের রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। বক্তৃতা থামিয়ে মহিলাকে সুস্থ করতে গাড়ি থেকে জল দেন তিনি। এরপর নিজের গাড়িতেই বসান অসুস্থ মহিলাকে।
