নদিয়া: ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে কোনমতেই সুমধুর নয়। দুই দেশের এমন কঠিন পরিস্থিতির মধ্যে যখন একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তার উল্টো চিত্র দেখা গেল সীমান্তে প্রহরারত দুই দেশের জাওয়ানদের ক্ষেত্রে। ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে এ এক অণ্য চিত্র দেখা গেল নদিয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, এদিন সীমান্তের দুই দেশের জওয়ানদের মিষ্টি বিনিময় করতে দেখা গেল।
৩২ নম্বর ব্যাটেলিয়ানের ভারতীয় জওয়ানরা মিষ্টির হাড়ি এগিয়ে দিল সীমান্তে প্রহরারত বাংলাদেশ সীমান্ত রক্ষীদের। তারাও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জওয়ানদের মিষ্টিমুখ করায়। কূটনৈতিক স্তরে দুই দেশের মধ্যে মতানৈক্য দেখা দিলেও দুই দেশের সীমান্তরক্ষীরা কিন্তু একে অপরের প্রতি সৌদাহ্য বিনিময় করতে দেখা গেল। ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তের প্রতিটি গেটে ছিল কড়া নিরাপত্তা।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গেদে ৩২ নম্বর ব্যাটেলিয়ন এর পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান কুটকাবাজ অস্ত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই দিনটিকে স্মরণীয় করতে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমান্তরক্ষীদের মিষ্টি বিনিময় করা হলো। ভারতের কাছ থেকে মিষ্টি এবং আতিথেয়তা পেয়ে একদিকে যেমন খুশি বাংলাদেশের সীমান্তরক্ষীরা তেমনি বাংলাদেশের সীমান্তরক্ষীদের এমন ব্যবহারে ভারতীয় জনতা মুগ্ধ বলে জানা গেছে।
