নদিয়া: প্রায় ৫০ ফুট ওপরে কাঁধে ব্যাগ হাতে ডান্ডা নিয়ে উঠে পড়ল এক যুবক। আর এমন ঘটনা নিয়ে রীতিমতো হুলুস্থুল নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর। উদয়পুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার সকালে এক অদ্ভুত ঘটনায় তাজ্জব এলাকাবাসী।কাঁধে ব্যাগ, হাতে লাঠি নিয়ে প্রায় ৪০ থেকে ৫০ ফুট ওপরে কদম গাছের ডালে বসে থাকতে দেখা গেল এক যুবককে। তবে কখন কিভাবে ওই যুবক গাছের ওপরে উঠেছে তা কেউ জানে না।
এই বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার সকালে এলাকার লোকজন ওই যুবককে গাছের ওপরে দেখতে পায়। গাছের ডালে হাতে লাঠি কাঁধে ব্যাগ দেখতে পেয়ে হতবাক হয়ে যান সকলেই। স্থানীয়রা যুবককে বারবার নিচে নামার অনুরোধ করলেও তিনি রাজি হননি। এরপর বিষয়টি শান্তিপুর থানায় জানানো হলে পুলিশ ও দমকল দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। যুবকের হাতে লাঠি থাকায় দমকল কর্মীরা কাছাকাছি যেতে ভয় পাচ্ছিল।
দীর্ঘক্ষণ ধরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু যুবক নাছোড়বান্দা। কোন মতেই নামতে রাজি হয়নি। সমস্ত অনুরোধ আবেদন নিবেদন বৃথা যায় দমকল ও পুলিশের। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর কাছের একটি দোকান থেকে খাবার এনে দেখানো হলে , শেষ পর্যন্ত যুবক গাছ থেকে নিচে খাবারের লোভে গাছ থেকে নীচে নামেন। এরপর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দমকল দপ্তরের কর্মীরা যুবক কদম গাছ থেকে থেকে নিচে নামান। ঘটনাটি জানাজানি হতেই শান্তিপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই ব্যক্তির খোঁজ করতে শুরু করেন। তবে পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত মানসিক ভারসাম্যহীন সে। আর সেই কারণে ই সকলের অলক্ষে গাছের ওপরে উঠে গিয়েছিল।
