নদিয়া: নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাইক দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আরও দুইজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর ১২ নম্বর জাতীয় সড়কে। সূত্রের খবর, মৃতই ব্যক্তির নাম উত্তম রাজবংশী। বয়স আনুমানিক ৫৮ বছর। মৃত ব্যক্তির বাড়ি শান্তিপুর থানার বেলঘড়িয়া এলাকায়। অন্যদিকে হাসপাতলে নিয়ে গেলে আরও এক যুবকের মৃত্যু হয় তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। জানা যায় প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে একটি অনৈতিক কাটা আউট রয়েছে।। যেখানে নেই কোন সিগনাল সিস্টেম এবং ট্রাফিক পুলিশের কোন ব্যবস্থা নেই। এই বেআইনি কাটা উট দিয়ে সাধারণ মানুষ অসচেতনভাবেই জাতীয় সড়ক পারাপার করে। সেই কারণে ই ওই কাঁটা উটের মুখেই দুটি বাইকের সজরে ধাক্কা লাগে। বাইকের গতি এতটাই ছিল ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ হাত দূরে ছিটকে পড়ে যায় বাইক আরোহীরা। বাইক দুটি সম্পূর্ণ দুমড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় উত্তম রাজ বংশীর। হাসপাতাল যাওয়ার পথে মৃত আরো একজন। ঘটনায় আহত দুইজনের চিকিৎসা চলছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
