হায়দ্রাবাদে কাজে গিয়ে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে জলঙ্গি নদীতে পড়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক।

নদিয়া: হায়দ্রাবাদ থেকে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে জলঙ্গি নদীতে পড়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক। নিখোঁজ পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, ৩৩ বছর বয়সী শ্রমিকের নাম কামাল হোসেন। তিনি মাসখানেক আগে হায়দারাবাদে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যায় বহরমপুর গামী ট্রেনে করে আসছিল।

ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে বহরমপুরের দিকে যাওয়ার সময় কৃষ্ণনগর জলঙ্গী নদীর ওপর রেল ব্রিজের ওপর চলন্ত ট্রেন থেকে পড়ে যায় নদীতে। এরপরই ট্রেনে থাকা অন্যান্য পরিযায়ী শ্রমিকরা পরিবারকে ফোন করলে মুর্শিদাবাদের নওদা এলাকা থেকে পরিবারের লোক ছুটে আসে। তারপর প্রশাসনকে জানালে প্রশাসন ডুবুরি নামিয়ে জলঙ্গি নদীতে ওই পরিযায়ী শ্রমিকের খোঁজখবর শুরু করে।

ইতিমধ্যে প্রশাসনের তরফে কুইক রেসপন্স টিম, সিভিল ডিফেন্স এবং ডুবুরি নামিয়ে চলছে নিখোঁজ হওয়া পরিযায়ী শ্রমিক কামাল হোসেনকে। এ বিষয়ে পরিবারের লোক জানায়,অত্যন্ত গরিব ঘরের সন্তান কামাল হোসেন। বাড়িতে এক ছেলে এক মেয়ে এবং স্ত্রী সহ পরিবারের লোকজন রয়েছে। কিভাবে এখন সংসার চলবে এটাই এখন ভেবে কুলকিনারা পাচ্ছেন না।

পরিবারের দাবি, সরকার যেন একটু মুখ তুলে চেয়ে পাশে দাঁড়ায়। তবে ট্রেন থেকে ফেলে দেয়া হয়েছে নাকি সে আচমকায় পড়ে গেছে তা তাদের জানা নেই। তবে তাদের নিখোঁজ হওয়া ছেলে কে খুঁজে পেতেই এখন জলঙ্গি পারে অধীর আগ্রহে অপেক্ষা করছে নিখোঁজ পরিযায়ী শ্রমিক কামাল হোসেনের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post Author

Martha Jean

It is a long established fact that a reader will be distracted by the readable content.

Popular Articles

Top Categories

Top News

Social

Tags