নদিয়া: যাত্রীবাহী বাসের সাথে বাইকের সংঘর্ষ। আশঙ্কাজনক অবস্থা ২জন। ঘটনাস্থলে পুলিশ। ক্ষিপ্ত জনতার রোষে ভাঙচুর করা হয় বাস। নদিয়ার শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন এলাকার ১২নম্বর জাতীয় সড়কের ঘটনা। সূত্রের খবর রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ, পুলিশ পৌঁছানোর আগে বাস ভাঙচুর করে ক্ষিপ্ত জনতা।
জানা যায় আক্রান্ত বাইক আরোহীর বাড়ি শান্তিপুর কোয়াটার মোড় এলাকায়। হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা জেলা হাসপাতালে স্থানান্তর করে। সূত্রের খবর, দুই বাইক আরোহী বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। স্থানীয়দের দাবি, দ্রুত গতিতে বাইক ও বাসের একই সাথে ধাক্কা লাগাই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
