নদিয়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হচ্ছে সজল ধারা প্রকল্পের কাজ। আর সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেওয়া হলো বিজেপির তরফে। আর তারপরেই শুরু হয় বিজেপি এবং তৃণমূল কাজিয়া। পরবর্তীকালে হাতাহাতি পর্যায়ে রূপ নেয়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার। জানা যায়, নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনওয়ারী কেন্দ্রে একটি সজল ধারা প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সেখানে দেখা যায়, প্রথম লোহার সিলিং তোলার সময় যে ঢালাই ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। হাত দিয়ে টান দিলে লোহার রড ঢালাই থেকে উঠে চলে আসছে। এরপরেই কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। খবর পেয়ে ছুটে যায় এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিজেপি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি চঞ্চল চক্রবর্তী। তাদের অভিযোগ তাদেরকে কোন ওয়ার্ক অর্ডার এবং সিডিউল না দিয়ে নির্মাণ সহায়ক এবং আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেরাই দায়িত্ব নিয়ে কাজ করছে।
এতটাই নিম্নমানের কাজ করছে যে হাত দিয়ে টান দিলেই ঢালাই থেকে লোহার রড উঠে চলে আসছে। সেখানে পরবর্তীকালে ছোট ছোট বাচ্চারা ওই সজলধারা প্রকল্পটি ব্যবহার করবে। পরবর্তীকালে যদি কোন দুর্ঘটনা ঘটে, তার দায় কে নেবে। মূলত এই প্রশ্ন তুলে তারা কাজ বন্ধ করে দেয়। ঠিক যখন তারা কাজ বন্ধ করে দেয় তখনই কিছু তৃণমূল সমর্থক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীকালে বচসা শুরু হয়। সেই বচসা একসময় হাতাহাতিতে রূপ নেয়।
বিজেপি জনপ্রতিনিধিদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সিডিউল হাতে দেবে এবং সঠিক নিয়মে কাজ হবে ততক্ষণ এই কাজ বন্ধ থাকবে। তবে নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন, আমার কাছেও কোন সিডিউল দেওয়া হয়নি। আমিও চাই গ্রামবাসীরা তাদের নিজস্ব কাজ নিজেরাই বুঝে নিক এবং যাতে সঠিক নিয়মে কাজ হয় সেটা দেখভাল করুক।
