
নদিয়া: এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক।
কালীপুজোর রাতে অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, নদিয়ার পলাশীপাড়া থানা এলাকার রাধানগর গ্রামে। ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পলাশীপাড়া থানার পুলিশ। অভিযোগ,কালী পূজোর রাতে সকলে মিলে রাত জাগছিল।
সেই সময় নাবালিকা বাইরে গেলে প্রতিবেশী সৌমেন প্রামাণিক তাকে ডেকে নিয়ে গিয়ে জোর করে মদ্যপান করায়। এরপর মেয়েটি অচৈতন্য হলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে পরিবারের সদস্যরা মেয়েটিকে খোঁজাখুঁজি শুরু করে। পরে মেয়েটি বাড়ি ফিরে এলে জিজ্ঞাসা করতেই ঘটনার কথা খুলে বলে পরিবারের লোকজনকে।
এরপরই নাবালিকার মা ওই যুবকের বিরুদ্ধে পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আজ অর্থাৎ বুধবার তাকে তেহট্ট মহকুমা পকসো আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ।