নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: জল্পনার অবসান । আইপিএল চলাকালীন শুরু আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছিল জল্পনা । কিন্তু তিনি নিজেই শেষ করলেন সমস্ত জল্পনা । আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে আর দেখা যাবে না বলে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে পাকাপাকিভাবে জানিয়ে দিলেন এ বি ডেভিলিয়ার্স বা মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ।
চলতি বছরের আইপিএল শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ মার্ক বাউচারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি । কথা হচ্ছিল পুনরায় দলে ফিরে আসার । ভেবেছিলেন এবারের আইপিএলে ভালো খেলে সকলকে দেখিয়ে দেবে যে, আন্তর্জাতিক ক্রিকেটে সেরা ছন্দে খেলার দক্ষতা রাখেন তিনি । কিন্তু করোনার প্রভাবে ভাটা পড়ল ২০২১ এর আইপিএলে । মাঝপথেই বন্ধ হয়ে গেল আইপিএল । এবছরের আইপিএলে ভালো ছন্দেই ছিলেন এ বি । পারফরম্যান্স ছিল দুর্দান্ত ।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন,”আইপিএল খেলতে আসার আগে এই বিষয়ে মার্ক বাউচারের সঙ্গে কথা হয়েছিল। আমি তো দেশের হয়ে সবসময় খেলতে রাজি। তবে গত কয়েকদিনে ওর সঙ্গে এই ব্যাপারে আলোচনা হয়নি। আইপিএল শেষ হয়ে গেলে ওর সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব।” সঙ্গে বলেছিলেন, “আমি চাইলেই তো দলে ঢুকে যেতে পারি না। দল কেমন অবস্থায় আছে সেটাও বুঝতে হবে। নতুন ছেলেরা ভাল খেলছে। তবে আমার জন্য জায়গা ফাঁকা থাকলে আমি প্রস্তুত।”