তৃণমূল যুব সভাপতির পদ থেকে ইস্তফা অভিষেক বন্দোপাধ্যায়ের,পরিবর্তে এলেন সায়নী ঘোষ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: তৃণমূল যুব সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন অভিষেক বন্দোপাধ্যায় । দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেই তিনি পদত্যাপত্র জমা করেন।সূত্রের খবর,অভিষেকের পরিবর্তে তৃণমূল যুব সভাপতি হলেন সায়নী ঘোষ । যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন অভিষেক বন্দোপাধ্যায়।অর্থাৎ মুকুল রায় এককালে যে পদে আসিন ছিলেন, সেই আসনই পেলেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলে দুইদিন থেকেই চলছিল জল্পনা ।ভোটে জেতার পর এই প্রথমবারের জন্য শনিবার সংগঠনের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনের বৈঠকেই তৃণমূল যুব সভাপতির পদে ইস্তফা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । । সম্প্রতি ২০২১ এর নির্বাচনে হার হয়েছে সায়নির ।

দলীয় সূত্রে খবর ২০২৪ সালের লোকসভা  নির্বাচনের কথা মাথায় রেখেই অভিষেককে দলের বড়সড় দায়িত্ব দেওয়া হচ্ছে । এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের মন্ত্রীরা আর জেলার সভাপতি থাকতে পারবেন না । মন্ত্রীদের গাড়িতে লালবাতি লাগানো যাবে না। ফেসবুক-সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে পোস্ট করা যাবে না। এমনকী, লাইভ করে দল সম্পর্কে যা ইচ্ছে বলা যাবে না।

বৈঠকে শেষে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছে কর্মসমিতি। কাকলি ঘোষ দস্তিদারকে বাংলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করা হয়েছে। বঙ্গ জননী বাহিনীর দায়িত্ব দেওয়া হয়েছে মালা রায়কে। সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভানেত্রী পদ দেওয়া হয়েছে। খেত মজদুর সেলের প্রধান করা হয়েছে পূর্ণেন্দু বসুকে। শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দোলা সেনকে সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী পদ দেওয়া হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *