প্রায় ছয় ঘন্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রায় ৬ ঘণ্টা সিবিআই-এর নিজাম প্যালেসের দফতরে কাটিয়ে অবশেষে সেখান থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই তার কনভয় গেল নবান্নের দিকে । সূত্রের খবর নিজাম প্যালেসে বসেই ফোনে মন্ত্রিসভার বৈঠক সারেন তিনি ।

প্রসঙ্গত,আজ সকালেই নারদ কাণ্ডে রাজ্যের বর্তমান দুই মন্ত্রী ও একজন বিধায়ক সহ একজন প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে সিবিআই । গ্রেফতারের পর তাদের নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে । চার্জশিট পেশ করা হয় তাদের নামে । তার কিছুক্ষনের মধ্যেই নিজাম প্যালেসে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোনো রকম পারমিশন ছাড়াই কেন তাদের গ্রেফতার করা হয়, সিবিআই আধিকারিকদের এমনটাই প্রশ্ন করেন তিনি । এর পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে নিজাম প্যালেস চত্বর সহ সারা রাজ্য জুড়ে । তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ শুরু করেন রাস্তায় টায়ার জ্বালিয়ে,রাস্তা অবরোধ করে । রাজভবের সামনেও দেখা যায় বিক্ষোভকারীদের ।

মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেন ,যতক্ষন না পর্যন্ত তার মন্ত্রী বিধায়কদের সাথে তাকেও গ্রেফতার করেছে সিবিআই ততক্ষন তিনি নিজাম প্যালেস ছাড়বেন না । আজই তাদের ভার্চুয়াল ভাবে কোর্টে পেশ করে সিবিআই । অভিযুক্তদের হয়ে লড়েন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।

অন্যদিকে ভার্চুয়ালি মামলা চলাকালীন সিবিআই-এর আইনজীবী চার নেতাকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। পালটা সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় সিবিআই-এর কাছে জানতে চান, চার্জশিট যখন জমা পড়ে গিয়েছে তখন কেন গ্রেফতার করা হল? চার্জশিট তৈরি হয়ে গেলে এখন তো শুধু তো কেবল আদালতে শুনানি বাকি থাকতে পারে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *