নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলিউড পরিচালক রাজ কৌশল। এরই মাঝে বলিউড ইন্ডাস্ট্রিতে আবার দুশ্চিন্তার কালো মেঘের ছায়া। ফুসফুসে সংক্রমন জনিত কারণে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা Naseeruddin Shah । কিছুদিন আগেই নিউমোনিয়ায় আক্রান্ত হন এই প্রবীণ অভিনেতা। নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিনের শারীরিক অবস্থার কথা বিচার করেই হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকরা। অভিনেতার স্ত্রী রত্না পাঠক ও সন্তানরা রয়েছেন তার পাশে।
নাসিরুদ্দিনের ম্যানেজার জানান,”নিউমোনিয়ায় আক্রান্ত নাসিরুদ্দিন। ফুসফুসে যে প্যাচ ধরা পড়েছে তার চিকিৎসার জন্যই জরুরি অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে অবস্থা স্থিতিশীল রয়েছে। রুপোলি পর্দার পাশাপাশি থিয়েটারেও নিজের অবদান রেখেছেন ৭০ বছরের এই প্রবীণ অভিনেতা।