Madhyamik Exam: পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের দেওয়া হবে অ্যাডমিট কার্ড,ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা আবহে এবারের পরীক্ষা না হলেও শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত করা হবে না। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ(WBBSE) সূত্রে খবর, এ বারেও পরীক্ষার্থীরা যথারীতি পেতে চলেছে অ্যাডমিট কার্ড।

মূলত পরীক্ষাকেন্দ্রে পড়ুয়াদের ছাড়পত্র হিসেবেই অ্যাডমিট কার্ড ব্যাবহার করা হয়। অ্যাডমিট কার্ড দেখিয়ে তবেই ঢুকতে দেওয়া হয় পরীক্ষাকেন্দ্রে। কিন্তু যখন পরীক্ষাই হচ্ছে না,তখন কী দরকার অ্যাডমিট কার্ডের? কী করবে শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড নিয়ে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে।

এই প্রশ্নের উত্তরে মধ্য শিক্ষা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হল যেকোনও পড়ুয়ার কাছেই খুব জরুরি একটি নথি। এটা পরবর্তীকালে নানা ধরনের কাজে বয়সের প্রমাণপত্র হিসেবে দাখিল করা যায়। তাই এটি না থাকলে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন ছাত্র-ছাত্রীরা। তবে মার্ক শিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *