নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ৪১ বছরের শাপমোচন। হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। টোকিয় অলিম্পিকে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল মনপ্রিত সিং-রা। এনিয়ে টোকিয় অলিম্পিকে পঞ্চম পদক ঘরে আনলো ভারত।
STOP PRESS!
— India_AllSports (@India_AllSports) August 5, 2021
Men's Hockey: India WIN BRONZE medal after defeating Germany 5-4.
Its 1st Olympic Hockey medal for India in 40 yrs!
Tears of happiness as we write this ? #Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/M4PxzS6QRY
তৈরি হল আর একটি ইতিহাস। তবে এই ইতিহাস লেখাটা অতটা সোজা ছিল না। বেলজিয়ামের কাছে হারের পরই হাতছাড়া হয় সোনা। কিন্তু তাতেও দমানো যায়নি রূপিন্দরদের। যার প্রমাণ পাওয়া গেল ব্রোঞ্জ পদকে ম্যাচে জার্মানির বিপক্ষে। একপ্রকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে জার্মানিকে পরাস্ত করল ভারত।
শেষবার ১৯৮০’র অলিম্পিকে সোনা জিতেছিল ভারত (Indian Hockey Team)। বিশ্ব মঞ্চে সেটাই ছিল ভারতের শেষ বড় সাফল্য। এদিন জার্মানির বিরুদ্ধে ভারতের লড়াইটা একেবারেই সহজ ছিল না। দাপুটে জার্মানরা একটা সময় ৩-১ গোলে এগিয়েছিল। ম্যাচ শুরুর মিনিট দুয়ের মধ্যেই ১ গোলে এগিয়ে যায় জার্মানি। ১৭ মিনিটে গোল শোধ করে সমতা ফেরান সিমরনজিত সিং। এরপর ২৪ এবং ২৫ মিনিটে পরপর দু’গোল করে ৩-১ গোলে এগিয়ে যায় জার্মানরা। কিন্তু দুগোলে পিছিয়ে পড়েও দমে যায়নি ভারত। পালটা আক্রমণে যান রূপিন্দর (Rupunder Pal Singh), মনপ্রীতরা। ফল মেলে ২৭ এবং ২৯ মিনিটে। পরপর দুগোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবারে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত গোল করেন রুপিন্দর পাল সিং। মিনিট তিনেক বাদে ফের গোল পায় ভারত। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫-৪ গোলে জয়লাভ করে ভারত।