টানা ৬৩ দিন পর দেশে ১ লক্ষের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত কয়েকদিন থেকেই নিম্নমুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । আশার আলো দেখছেন চিকিৎসকরা । টানা ৬৩ দিন পর দেশে ১ লক্ষের নীচে নামল দৈনিক করোনা সংক্রমণ।  দৈনিক মৃত্যুর সংখ্যা ২ হাজারের কিছুটা বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।  গত ৬৩ দিনের মধ্যে সর্বনিম্ন।  একদিনে মৃত্যুর সংখ্যা ২ হাজার ১২৩। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লক্ষ ৯৬ হাজার ৪৭৩। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনে।

এদিকে রাজ্যে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমলেও উদ্বেগ রইল মৃত্যুর হারে । একদিনে সংক্রমিত ৬ হাজারের নীচে, মৃত্যু হয়েছে ১০৩ জনের। একদিনে সংক্রমণ-মৃত্যুতে টানা শীর্ষে উত্তর ২৪ পরগনা। 

বছরের প্রথম থেকে কোভিড যুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে গণটিকাকরণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭০২ জন পেয়েছেন করোনা ভ্যাকসিন। এই পরিস্থিতিতে সোমবার বিকেলেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যগুলির থেকে কোনও অর্থ নেওয়া হবে না। দেশবাসীর টিকাকরণের দায়িত্ব সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *