নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনার দাপটে নাজেহাল দেশবাসী । দিন যত যাচ্ছে বেড়েই চলেছে করোনার সংক্রমণ । তারই মাঝে দেশজুড়ে হানা দিয়েছে ব্ল্যাক ফ্যাঙ্গাস । ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হয়েছেন অনেকেই । কিন্তু শুধু ব্ল্যাক ফ্যাঙ্গাস নয় , হোয়াইট ফ্যাঙ্গাসেরও আগমন হয়েছে দেশে । অনেকে বলছেন হোয়াইট ফ্যাঙ্গাস-এ আক্রান্ত হলে ,তা সহজেই সেরে যায় । এই উৎকণ্ঠার মাঝেই এসে হাজির হল ইয়েলো ফ্যাঙ্গাস । এই ইয়েলো ফ্যাঙ্গাসের হদিস মিলেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ।
বিশেষজ্ঞদের মতে শরীরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেই এই ছত্রাক শরীরে বাসা বাঁধছে । বাসী খাবার খাওয়ার ফলেও ঘটতে পারে এই ছত্রাকের সংক্রমণ । আপনি কী জানেন কোন কোন লক্ষণ দেখা দিলে বুঝবেন ,আপনার শরীরে এই সমস্ত ছত্রাক হানা দিয়েছে ! না জানলে জেনে নিন..
প্রথমত,শারীরিক ক্লান্তি অনুভূত হবে । দ্বিতীয়ত,ধীরে ধীরে ওজন কমতে থাকবে ।তৃতীয়ত,এর প্রভাব হকে কোনো কাটা জায়গা দ্রুত সেরে ওঠে না । চতুর্থত,আপনার একেবারেই খিদে পাবে না ।
উল্লেখ্য আপনার শরীরে যদি উপরে দেখানো উপসর্গ গুলি দেখা যায়,থাকে অতিসত্তর চিকিৎসকের পরামর্শ নিন ।