লক্ষীর ভান্ডারের পর এবারের পূজায় ‘দিদির উপহার’, শাড়ি পাবেন গ্রামের সব মহিলারা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বাংলার মহিলাদের জন্য সুখবর। লক্ষীর ভান্ডারের পর রাজ্যের মহিলাদের আরও একটি বড়ো উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহ থেকে একের পর এক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বাংলা। কাজ হারিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। এর মাঝেই চলে এসেছে বাঙালির সর্ববৃহৎ উৎসব,দুর্গা পূজা। এই পরিস্থিতিতে বাংলার মহিলাদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের পুজোতে গ্রাম বাংলার সব মহিলাদের হাতে তুলে দেওয়া হবে ‘দিদির উপহার’।

কদিন পরই মা আসবেন মর্তে। সেজে উঠবে গোটা দেশ। এই সময় কি এখনও মুখ শুকনো করে, পুরনো কাপড় পড়ে ঘুরবেন গ্রাম বাংলার মায়েরা? সেটা কখনই শোভা পায় না। তাই রাজ্যের প্রতিটি ব্লকে গরীব পরিবারগুলিতে বিনামূল্যে শাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘পুজোয় দিদির উপহার’।

উল্লেখ্য, এই শাড়ির জন্য মহিলাদের কোনো টাকা দিতে হবে না। সম্পুর্ন বিনামূল্যেই এই শাড়ি পাবেন রাজ্যের গ্রামাঞ্চলের মহিলারা। বর্তমানে বাংলায় এখন মহিলাদের সরকার। মহিলাদের জন্য চালুও করা হয়েছে একাধিক প্রকল্প। তাই এবার পুজোয় মহিলাদের নতুন পোশাকে সাজিয়ে তোলার এই অভিনব উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ইতিমধ্যেই নানা বয়সের মহিলাদের জন্য নানা প্রকল্প চালু করা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে ভিড় উপচে পড়েছিল। এই শাড়িও মিলবে দুয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *