নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: হ্যাক গোয়েছে সার্ভার । ফাঁস হয়েছে ৪৫ লক্ষ যাত্রীর ব্যাক্তিগত তথ্য,শুক্রবার এমনটাই জানালো এয়ার ইন্ডিয়া । এই খবর পাওয়া মাত্রই যাত্রীদের মধ্যে তথ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ।লাখ লাখ যাত্রীর ফোন নম্বর,ডেবিট কার্ড,ক্রেডিট কার্ডের তথ্য ,যাত্রীদের নাম,জন্ম তারিখ চলে গিয়েছে হ্যাকার দের সার্ভারে । তবে যাত্রীদের CCV ও CVC নম্বর ফাঁস হয়নি বলে জানিয়েছে ওই বিমান সংস্থা ।
জানা গিয়েছে ২০১১ সালের ২৬ আগস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন সময়ের যাত্রীদের তথ্য ফাঁস হয়েছে ।এয়ার ইন্ডিয়ার কথায়,কমপক্ষে ৪৫ লক্ষ যাত্রীদের ব্যাক্তিগত তথ্য চলে গিয়েছে হ্যাকারদের সার্ভারে ।কিন্তু এয়ার ইন্ডিয়ার সিস্টেমের কোনো ক্ষতি হয়নি ।