কাল থেকে রাজ্যে বন্ধ সমস্ত স্কুল-কলেজ,সন্ধ্যের পর চলবে না লোকাল ট্রেন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আবারও একবার বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল,কলেজ বিশ্ববিদ্যালয়গুলি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকেই আগামী কাল থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।

একনজরে দেখে নিন কী কী বিধিনিষেধ জারি করা হয়েছে নবান্ন তরফে…

■ ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা।

■ ১ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হল দুয়ারে সরকার।

■ কাল থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।

■ সন্ধ্যে ৭ টার পর বন্ধ লোকের ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন।

■ সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসেও ৫০ শতাংশ হাজিরা।

■ সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন কাল থেকে বন্ধ।

■ শপিং মলে ৫০ শতাংশ প্রবেশ। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রেস্তোরাঁ, পানশালাও ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা থাকবে।

■ অনুষ্ঠান হলে ৫০ শতাংশ উপস্থিতি। বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতি।

■ শবদেহ সৎকারে যেতে পারবেন সর্বোচ্চ ২০ জন।

■ ৫০ শতাংশ লোক নিয়ে সভা, বৈঠক ,সমাবেশ করা যাবে।

মুখ্যসচিব আরও জানিয়েছেন, ‘পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতায় ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ।

ক্রিসমাস ও  ইংরাজি নববর্ষে কোভিড বিধিতে খানিকটা ছাড় থাকায় পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়েছে। এই অবস্থায়  ওমিক্রনের দাপট রুখতে আপাতত দু’সপ্তাহের কড়া কোভিডবিধি জারি করল রাজ্য সরকার। পরে পরিস্থিতি বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *