যশ মোকাবিলায় তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক অমিত শাহের,বৈঠকে থাকছেন না মমতা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাতে নয়,বুধবার দুপুরেই পারাদ্বীপ সহ উপকূল বরাবর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas)। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় । ইতিমধ্যেই ইয়াস মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন । এ নিয়ে পশ্চিমবঙ্গ সহ আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরিবর্তে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

এর আগেও কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকে মমতা নিজে এগিয়ে দিয়েছিলেন প্রশাসনের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি রাজ্যের মুখ্যসচিবকে। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে কার্যত ময়দানে নেমে কাজে ব্যস্ত। ২৫ ও ২৬ তারিখ রাতভর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুমে থাকবেন। প্রতিটি খুঁটিনাটি নিজের চোখে দেখে তবেই প্রয়োজনীয় পরামর্শ দেবেন, সিদ্ধান্ত নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *