নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাতে নয়,বুধবার দুপুরেই পারাদ্বীপ সহ উপকূল বরাবর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস(Yaas)। প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় । ইতিমধ্যেই ইয়াস মোকাবিলায় চূড়ান্ত তৎপর রাজ্য প্রশাসন । এ নিয়ে পশ্চিমবঙ্গ সহ আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপালের সঙ্গেও ভিডিও করবেন স্বরাষ্ট্রমন্ত্রী । তবে সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার পরিবর্তে থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।
Union Home Minister to hold a meeting via video conference today with the chief ministers of Odisha
— ANI (@ANI) May 24, 2021
Andhra Pradesh, West Bengal and the Lieutenant Governor of Andaman and Nicobar Islands to review preparations in view of cyclone Yaas
(file pic) pic.twitter.com/wlfFBXE1DP
এর আগেও কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকে মমতা নিজে এগিয়ে দিয়েছিলেন প্রশাসনের অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি রাজ্যের মুখ্যসচিবকে। আর এই মুহূর্তে ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে কার্যত ময়দানে নেমে কাজে ব্যস্ত। ২৫ ও ২৬ তারিখ রাতভর প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি দেখার জন্য মুখ্যমন্ত্রী কন্ট্রোল রুমে থাকবেন। প্রতিটি খুঁটিনাটি নিজের চোখে দেখে তবেই প্রয়োজনীয় পরামর্শ দেবেন, সিদ্ধান্ত নেবেন।