নদিয়া: ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে নদিয়ার আরও একটি পৌর সভায় বসতে চলেছে পৌর প্রশাসক।এর আগে নদিয়ার কৃষ্ণনগর ও চাকদহ পৌরসভায় পৌর প্রশাসক বসানো হয়েছিল ।এবার গয়েশপুর পৌরসভায় পৌর প্রশাসক বসার নির্দেশিকা এসেছে পৌর ও নগরান্নয়ন দফতর থেকে।প্রসঙ্গত এর আগে পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জির বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল কাউন্সিলররা।অভিযোগ ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত পৌর বোর্ড ছাড়াই পৌর বোর্ড চালানোর অভিযোগ উঠেছিল পৌরপতির বিরুদ্ধে ।
কোনও অডিট ছাড়াই ইচ্ছেমতো অর্থ ব্যয়ের অভিযোগ পৌরপ্রধানের বিরুদ্ধে ।এ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ১১ জন কাউন্সিলর ।এই অভিযোগ পাওয়ার পর পুরসভাকে শো কজ করেছিল পৌর ও নগরান্নয়ন দফতর।১৮ আসন বিশিষ্ট বিরোধী শূন্য পৌর সভায় ১১ জন কাউন্সিলর পৌর সভার চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোচ্চার হয়েছিল।অবশেষে বিধান সভা নির্বাচনের আগে ফের গয়েশপুর পুরসভায় পৌর প্রশাসক নিয়োগ হতে চলেছে! সবকিছু ঠিকঠাক থাকলে, কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি এসডিও সম্ভবত পৌর প্রশাসকের দায়িত্ব নেবে সরকারীভাবে।
