নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্যে এখনও কাটেনি ভুয়ো আইপিএস দেবাঞ্জন দেব কেসের তদন্ত। এই ঘটনার পর থেকেই রাজ্যের নানা জেলায় এক একে বেরোচ্ছে ভুয়ো অফিসারদের নাম। গতকাল নদিয়ায় ভুয়ো সিআইডি অফিসার রাধারানী বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। এরই মাঝে মঙ্গলবার আবারও খোদ কলকাতার বুকে মিলল আরেক ভুয়ো সরকারি অফিসার। গড়িয়াহাট থানার পুলিশের দাবি, সনাতন চৌধুরী নামের ওই ব্যক্তি নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের সদস্য বলে দাবি করতেন। অভিযুক্তের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো গাড়ি। এমনকি গাড়ির সামনে লাগানো সিবিআই লেখা স্টিকার।
পেশায় আইনজীবি সনাতন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় নিজেকে সিবিআইয়ের বিশেষ কৌশলী বলেও পরিচয় দিতেন বলে অভিযোগ। শুধু এই নয়, রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল বলে ভুয়ো পরিচয়ে গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি সংক্রান্ত প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও ওঠে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে।
কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। তদন্ত চালিয়ে বের করা হচ্ছে রাজের ভুয়ো সরকারি অফিসারদের। সোমবার নদিয়াতেও রাধারানী বিশ্বাস নামে এক ভুয়ো সিআইডি অফিসারকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো সিআইডি অফিসারের পাশাপাশি নিজেকে সমাজসেবী বলেও উল্লেখ করেন তিনি।