শান্তিপুর,নদীয়া: মর্মান্তিক দুর্ঘটনা শান্তিপুরে। মৃতদেহ শবদাহর শেষে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে।
জানা যায় শুক্রবার বেলা একটা নাগাদ নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার কালীঘাট শ্যামনগর পাড়া এলাকা থেকে এক পরিবারের মৃতদেহ শান্তিপুর মহাশ্মশানে নিয়ে আসে শেষকৃত্যের জন্য। মৃতদেহ শবদাহের শেষে ওই এলাকারই বেশ কয়েকজন ব্যক্তি শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে নাবে। স্নান করতে করতেই এক ব্যক্তি হঠাৎই জলে তলিয়ে যায়। ওই ব্যক্তির নাম সুশীল মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর।

জলে তলিয়ে যাওয়ার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করে ওই ব্যক্তির সাথে আসা লোকজন। এছাড়াও ফোন করে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশকে পাশাপাশি শান্তিপুর থানাতেও ঘটনাটি জানানো হয়। ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।

প্রাথমিকভাবে নৌকা দিয়ে ওই ব্যক্তির দেহর খোঁজখবর চালানো হচ্ছে তবে এখনো পর্যন্ত গঙ্গার ঘাটে কোন ডুবুরি এসে পৌঁছায়নি।

স্বভাবতই মৃতদেহ শবদাহ করতে এসে গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোকের ছায়া ওই ব্যক্তির পরিবারে। এছাড়াও গঙ্গার ঘাট লাগোয়া এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।