Modi-Mamata Meet: মুখ্যমন্ত্রীর এক অনুরোধেই রাজ্যে ২১ লক্ষ ডোজ টিকা পাঠাচ্ছে কেন্দ্র

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গতকালই বৈঠক সেরেছেন মোদি-মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গকে যেন জনসংখ্যার অনুপাতে টিকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন কথা রাখা হবে। সেইমতো কাজও করলেন তিনি। নবান্ন সূত্রে খবর,পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকিসনের আরও আরও ২১ লক্ষ ডোজ় টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি মাস শেষ হওয়ার আগেই রাজ্যে করোনা টিকার এই বিপুল সংখ্যক ডোজ় এসে পৌঁছে যাবে।এমতাবস্থায় রাজ্যের স্বাস্থ্য দফতরকে জানানো হয়েছে, শহরাঞ্চল এবং শহরতলির পাশাপাশি বস্তি এলাকায় এই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

নবান্ন সূত্রের খবর, কেন্দ্রের পাঠানো ২১ লক্ষ ডোজ়ের মধ্যে সাড়ে ৯ লক্ষ ডোজ় বুধবার বিকেলেই এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। চলতি মাসেই বাকি প্রায় ১১ লক্ষ ডোজ় টিকা এসে রাজ্যে পৌঁছে যাবে বলেই আশা করছে স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য গতকালের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদির কাছে একটি দাবি জানিয়েছিলেন, “পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি যেন কেন্দ্রীয় সরকার বিচার করে। দ্বিতীয় দাবির বিষয়টি এখনও চিন্তাভাবনার স্তরে থাকলেও তাঁর প্রথম দাবি শীঘ্রই পূরণ হতে চলেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *