নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: টি-২০ বিশ্বকাপের প্রথম জয়। রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জিতল অ্যারন ফিঞ্চরা। বিফলে গেল কেন উইলিয়ামসনের লড়াই। ৮ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বজয়ী অস্ট্রেলিয়া।
টস জিতে ম্যাচের শুরুটা ভালো করলেও শেষ হাসি হাসলো অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ১৭২। যার মধ্যে ৩৫ বলে ২৮ রান করেন গাপ্টিল,৪৮ বলে ৮৫ রান করেন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন।
জবাবে ব্যাট করতে নেমে মাঠে ধোয়া ছড়িয়ে দেয় অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার মারতে শুরু করলে যে কোনও বোলারকেই তাঁর সামনে শিশু লাগে। অ্যারন ফিঞ্চ তাড়াতাড়ি আউট হয়ে গেলেও ওয়ার্নার এবং মিচেল মার্শ যেন ঝড় তুললেন দুবাইয়ের মাঠে। এরপরে যদিও ৩৮ বলে ৫৩ রান করে প্যাভিলিওন ফেরেন ওয়ার্নার। তবে মাঠে ছিলেন মিচেল মার্শ। ৭৭ রানে অপরাজিত থেকে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতান তিনি। এর আগে অবশ্য ২০১৫ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালে জিতেছিল অস্ট্রেলিয়া।