নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ভবানীপুরে তারকা প্রচারক হিসেবে বিজেপির তৈরি তালিকায় নাম রয়েছে দলের সাংসদ বাবুল সুপ্রিয়র। কিন্তু, তিনি স্পষ্ট করে দিয়েছেন প্রচারে অংশ নেবেন না। এবার বাবুলের এই সিদ্ধান্তের উপর প্রশ্নচিহ্ন তুলে দিলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘বাবুল সুপ্রিয় এই সিদ্ধান্তের কথা দলকে জানাননি। দল দলের সিস্টেমে চলছে।’
তিনি বলেন, ‘এখনও তো প্রচার শুরু হয়নি। দেখা যাক। কাকে কাকে প্রচারে লাগানো হবে সেটা দেখা যাবে।’ বাবুল সুপ্রিয়র প্রচার না করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তিনি সংবাদমাধ্যমকে বলেছেন প্রচার করবেন না। দলকে বলেননি। দল দলের নিয়ম মেনে চলে। প্রকাশ্যে অনেকে অনেক কিছু বলেন। পার্টি যখন কাজ দেবে তখন সুবিধা অসুবিধার সম্পর্কেও কথা বলবে।’ অর্থাৎ বাবুল সুপ্রিয় ভবানীপুরে প্রচারে না যাওয়ার সিদ্ধান্ত দলকে জানননি তা স্পষ্ট করেছেন দিলীপ ঘোষ। বাবুলের এই সিদ্ধান্ত কি আদৌ সহজে মেনে নেবে রাজ্য BJP? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, ভবানীপুরে উপনির্বাচনে BJP প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তাঁর হয়ে প্রচারের জন্য বাবুল সুপ্রিয়কে ময়দানে নামানোর কথা ভাবছে গেরুয়া শিবির। কিন্তু, বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। তিনি বলেছিলেন, ‘তারকা প্রচারকের তালিকায় আমার নাম রাখার জন্য দলকে ধন্যবাদ। কিন্তু, আমি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেব না। প্রচারে অংশ না নেওয়ার সিদ্ধান্তের জন্য দল কোনও শাস্তি দিলে মাথা পেতে নেব।’