নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: এবার করোনা আক্রান্ত হলেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। গতকাল রাতে সৌরভ গাঙ্গুলির করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পজিটিভ এসেছে। পরিবার সূত্রে খবর বর্তমানে থাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
চলতি বছরের শুরুর দিকেই হার্টে তিনটি স্টেন্ট বসেছিল সৌরভ গাঙ্গুলির। তাই কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভয় পাবার কোনো ব্যাপার নেই।
গোটা বছরে একাধিকবার বিদেশ যাত্রা করেছেন সৌরভ। যে কারণে এক বছরে একশোরও বেশিবার RT-PCR টেস্ট করতে হয়েছে তাঁকে। প্রতিবারই রিপোর্ট নেগেটিভ আসে। কখনও শরীরে করোনার উপসর্গও দেখা যায়নি। ফলে কোভিড সংক্রমিত হওয়ায় খানিকটা বিস্মিতই হয়েছেন সৌরভ। স্ত্রী ডোনা ও মেয়ে সানার টেস্টও আজ করানো হবে বলে জানা গিয়েছে।
এদিকে, ওমিক্রন নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। ২১টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। দেশের সমস্ত রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক।