নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: রাজ্য এখনও সম্মুখীন হয়নি ইয়াসের । ইয়াস শুরু হওয়ার আগেই তার তান্ডব দেখছে উপকূলবর্তী এলাকা গুলি। ফুঁসে উঠেছে সমুদ্রের জল,সঙ্গে বেড়েছে নদীর জলও। এরই মধ্যে সামনে এল পরবর্তী ঝড়ের নাম । জানা যাচ্ছে উপমহাদেশে পরবর্তী যে ঝড়টি হবে তার না হবে গুলাব । এই গুলাব নামটি পাকিস্তানের দেওয়া । এমনকি শুধু গুলাব নয়,এর পরেও যেই ঝড়টি আসবে তারও নামকরণ হয়ে গেছে । কাতারের দেওয়া ঘূর্ণিঝড়টির নাম হবে শাহিন ।
২০০৪ থেকে ২০২০-এই ১৬ বছরে আটটি দেশ মোট ৬৪টি ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল। সেই তালিকার সব নামের ব্যবহার শেষ। গত বছর নতুন পাঁচটি দেশকে নিয়ে প্রত্যেক দেশ থেকে ১৩টি নাম নিয়ে মোট ১৬৯টি নামের তালিকা তৈরি করা হয়েছে। আগামী বছরগুলোতে সেখান থেকেই নামকরণ চলবে পরবর্তী ঝড়গুলোর। এ অঞ্চলের ঝড়ের নামকরণ করা ১৩টি দেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন । বর্তমানে ঘটা ইয়াসের নামকরন করে ওমান ।
IMD issues new list of Names of Tropical Cyclones over north Indian Ocean. The current list has a total of 169 names including 13 names each from 13 WMO/ESCAP member countries. Detailed Press Release available at https://t.co/dArV0Ug8nh and https://t.co/wRl94BzRXr pic.twitter.com/ge0oVz4riD
— India Meteorological Department (@Indiametdept) April 28, 2020
উল্লেখ্য ভারতের দেওয়া নামগুলি হল–গতি, তেজ, মুরাসু, আগ, ভায়ুম, ঝড়, প্রবাহ, নীড়, প্রভানজান, ঘূর্ণি, আমবুদ, জালাদি, ভিগা ।