Akshay Kumar Mother Died: প্রয়াত হলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দীর্ঘ লড়াই শেষ। চলে গেলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ট্যুইট করে মায়ের মৃত্যু সংবাদ জানান অক্ষয় কুমার।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘তিনি আমার সবকিছু ছিলেন। এবং আজ আমার অস্তিত্বের গভীরে আমি এক নিদারুণ ব্যথা অনুভব করছি। আমার মা, শ্রীমতি অরুণা ভাটিয়া আজ সকালে ইহলোক ত্যাগ করেছেন এবং পরলোকে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সকলের প্রার্থনাকে আমি সম্মান জানাই। ওম শান্তি।’

উল্লেখ্য, গত শুক্রবার, ৩ সেপ্টেম্বর বিকেলে, মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল সে কথাও জানান অভিনেতা। গতকালই মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে ইংল্যান্ডে শুটিং ছেড়ে মুম্বাইতে ফেরেন তিনি। অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘সিন্ডরেলা’ (Akshay Kumar Cinderalla) ছবির শ্যুটিং এর জন্য ইংল্যান্ডে ছিলেন বিগত কয়েক সপ্তাহ ধরে। তবে শেষ রক্ষা হল না। চলে গেলেন আক্কির মা।

লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন নদীয়া নিউজ ২৪ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *