করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বুদ্ধদেব জায়া মীরা ভট্টাচার্য । সম্প্রতি কিছুদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি । শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে । সোমবার বেলা এগারোটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে । তবে সাতদিন থাকতে হবে হোম আইসলেশনে ।

হাসপাতাল সূত্রে খবর,আপাতত স্থিতিশীল মীরাদেবীর শারীরিক অবস্থা । শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে । একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধবাবুও । তার আগে থেকেই রয়েছে শ্বাসকষ্টের । তাই হাসপাতালে যেতে চাননি বুদ্ধবাবু । তবে এখন সুস্থ আছেন তিনিও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *