নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ৪০ বছরে পা রাখলেন ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেন মাহি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির। সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। এরপর কেরিয়ারে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ক্যাপ্টেন কুল উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে।
মাহি মার রাহা হে…! ইন্ডিয়া লিফ্ট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার টোয়েন্টি এইট ইয়ার্স…! শর্মাজি মে ইস্কো জানতা হুঁ ইয়ে বোহত তগড়া মারতা হ্যায়…!-এই কথাগুলো বললে যার কথা সবার আগে প্রত্যেকের মনে আসে,সে আর কেউই নন,সবার প্রিয় ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেট ইতিহাস ও বিশ্ব ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠতম ক্যাপ্টেনদের মধ্যে একজন।
নিজের জন্মদিনে আজ সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন ক্যাপ্টেন কুল। প্রথম সারির ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড শুভেচ্ছা জানিয়েছে জন্মদিনের।
A legend and an inspiration! ? ?
— BCCI (@BCCI) July 6, 2021
Here's wishing former #TeamIndia captain @msdhoni a very happy birthday. ? ?#HappyBirthdayDhoni pic.twitter.com/QFsEUB3BdV
ভারতীয় ক্রিকেট বোর্ড ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করে লিখেছেন,‘একজন কিংবদন্তি ও একজন অনুপ্রেরণা। শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি।’
ধোনির জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ায় ২০১১ সালের বিশ্বকাপ জয়ের একটি ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। সেখানে দেখা যাচ্ছে ধোনিকে জড়িয়ে ধরে আছেন তিনি। এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘শুভ জন্মদিন অধিনায়ক।’

ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঁহাতি তারকা অলরাউন্ডার সুরেশ রায়না লেখেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মহেন্দ্র সিং ধোনি। তুমি আমার একাধারে বন্ধু, ভাই ও পথ প্রদর্শক ছিলে। ভগবান সবসময় তোমার মঙ্গল করুক। তুমি সুস্থ থাক, খুব ভাল থাক। গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এমএসডি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়নাও।
Wishing you a very happy birthday @msdhoni You have been a friend, brother & a mentor to me, all one could ever ask for. May God bless you with good health & long life! Thank you for being an iconic player & a great leader.#HappyBirthdayDhoni ❤️? pic.twitter.com/qeLExrMonJ
— Suresh Raina?? (@ImRaina) July 6, 2021

এছাড়াও ধোনিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থ সহ আরও অনেকে
There’s a reason they call him Captain Cool ?
— ICC (@ICC) July 7, 2021
On his birthday, relive some of MS Dhoni’s greatest calls as @BCCI skipper ?✈ pic.twitter.com/8nK5hvTuWM
Mahi Bhai wishing you a very Happy Birthday!! A great friend in a captain!?
— Ishant Sharma (@ImIshant) July 6, 2021
Hope you have the best day and a great year ahead!! ? @msdhoni pic.twitter.com/cjflB6hd8N
To my forever love and my greatest friend, happy birthday Mahi bhai ? Only love for you ❤️ @msdhoni pic.twitter.com/Fs6BtdWzvR
— hardik pandya (@hardikpandya7) July 6, 2021
You’ve been like an elder brother to the two of us, Mahi bhai. Your guidance, friendship and love is something we’ll cherish always ❤️ Wishing you so much love and the best birthday you could ask for ? @msdhoni pic.twitter.com/EbbeXzhji4
— Krunal Pandya (@krunalpandya24) July 7, 2021
Dada taught us youngsters how to win and Dhoni made it into a habit. Two great leaders from different eras born just a day apart. Happy birthday to the men who shaped Indian cricket.@msdhoni @SGanguly99 pic.twitter.com/l8F7qaPlWr
— Mohammad Kaif (@MohammadKaif) July 6, 2021
— parthiv patel (@parthiv9) July 7, 2021
Mahi bhai ? Wishing you loads of happiness on your birthday my brother ❤️ @msdhoni pic.twitter.com/ogTNkqDl5O
— Shikhar Dhawan (@SDhawan25) July 7, 2021
Happy Birthday, @msdhoni . Your composure in the toughest of situations has been a valuable learning for many of us. I wish you good health and the best of years ahead! pic.twitter.com/JDL1Ho5PBx
— Ajinkya Rahane (@ajinkyarahane88) July 7, 2021
World Cup ?
— SunRisers Hyderabad (@SunRisers) July 7, 2021
T20 World Cup ?
Champions Trophy ?
Wishing the man who made a billion dreams come true again and again and again , @msdhoni! ?
#HappyBirthdayDhoni #OrangeArmy #SRH pic.twitter.com/OV8Trs1Lj3
এছাড়াও বিশ্ব জুড়ে ধোনির ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রিয় মাহিকে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও এখনও আইপিএল খেলেন ধোনি। এবার আইপিএল বন্ধ হওয়ার আগে পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল ধোনির দল। মরু দেশে আইপিএলের দ্বিতীয় পর্বেও মাহিকে স্বমহিমায় দেখার অপেক্ষায় তার ভক্তরা। তবে তার আগে এই বিশেষ দিন পরিবারের সঙ্গে খুব ভালো কাটুক এমএসডির, এটাই কামনা বিশ্বজুড়ে ধোনি ভক্তদের।