Captain Cool Birthday: ৪০-এ পা দিলেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। সারাদিন ভাসলেন শুভেচ্ছায়

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ৪০ বছরে পা রাখলেন ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  ১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেন মাহি।  ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির। সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। এরপর কেরিয়ারে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ক্যাপ্টেন কুল উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে।

মাহি মার রাহা হে…! ইন্ডিয়া লিফ্ট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার টোয়েন্টি এইট ইয়ার্স…! শর্মাজি মে ইস্কো জানতা হুঁ ইয়ে বোহত তগড়া মারতা হ্যায়…!-এই কথাগুলো বললে যার কথা সবার আগে প্রত্যেকের মনে আসে,সে আর কেউই নন,সবার প্রিয় ক্যাপ্টেন কুল। ভারতীয় ক্রিকেট ইতিহাস ও বিশ্ব ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠতম ক্যাপ্টেনদের মধ্যে একজন।

নিজের জন্মদিনে আজ সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন ক্যাপ্টেন কুল। প্রথম সারির ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড শুভেচ্ছা জানিয়েছে জন্মদিনের।

ভারতীয় ক্রিকেট বোর্ড ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করে লিখেছেন,‘একজন কিংবদন্তি ও একজন অনুপ্রেরণা। শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি।’

ধোনির জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ায় ২০১১ সালের বিশ্বকাপ জয়ের একটি ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। সেখানে দেখা যাচ্ছে ধোনিকে জড়িয়ে ধরে আছেন তিনি। এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘শুভ জন্মদিন অধিনায়ক।’

ধোনিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বাঁহাতি তারকা অলরাউন্ডার সুরেশ রায়না লেখেন, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মহেন্দ্র সিং ধোনি। তুমি আমার একাধারে বন্ধু, ভাই ও পথ প্রদর্শক ছিলে। ভগবান সবসময় তোমার মঙ্গল করুক। তুমি সুস্থ থাক, খুব ভাল থাক। গত বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এমএসডি। সেদিনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তাঁর দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়নাও।

এছাড়াও ধোনিকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার সতীর্থ সহ আরও অনেকে

এছাড়াও বিশ্ব জুড়ে ধোনির ভক্তরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রিয় মাহিকে। আন্তর্জাতিক  ক্রিকেটকে বিদায় জানালেও এখনও আইপিএল খেলেন ধোনি। এবার আইপিএল বন্ধ হওয়ার আগে পর্যন্ত দুরন্ত ছন্দে ছিল ধোনির দল। মরু দেশে আইপিএলের দ্বিতীয় পর্বেও মাহিকে স্বমহিমায় দেখার অপেক্ষায় তার ভক্তরা। তবে তার আগে এই বিশেষ দিন পরিবারের সঙ্গে খুব ভালো কাটুক এমএসডির, এটাই কামনা বিশ্বজুড়ে ধোনি ভক্তদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *