নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধি করতে জারি করা কেন্দ্রীয় অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সুপ্রিম কোর্টে আবেদনে তৃণমূল সাংসদের জানিয়েছেন এই মেয়াদ বৃদ্ধি তদন্তের নিরপেক্ষতার উপর আক্রমণ। তিনি যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তা সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েও জানিয়েছেন মহুয়া মৈত্র। পাশাপাশি তিনি বলেছেন কেন্দ্রের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থীও বটে।
সিবিআই এবং ইডি প্রধানদের মেয়াদ বৃদ্ধির অধ্যাদেশে রবিবার সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ বিশেষত ইডি প্রধান সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে৷ ২০১৮ সালে ইডি প্রধানের দায়িত্ব নেন সঞ্জয়কুমার মিশ্র৷ ২০২০ সালের নভেম্বর মাসে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ শেষ হওয়ার সময় এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার৷
শীর্ষ আদালত রায় দিতে গিয়ে জানিয়েছিল, মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না হলেও ভবিষ্যতে আর সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ বৃদ্ধি চলবে না৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশিকার কথা উল্লেখ করেই সম্ভবত মহুয়া মৈত্র দাবি করেছেন, কেন্দ্রের অধ্যাদেশ শীর্ষ আদালতের রায়ের পরিপন্থী৷
মহুয়া মৈত্র চ্যালেঞ্জ পিটিশনে আরও বলা হয়েছে অধ্যাদেশগুলি সংবিধানে সমতা ও জীবনের অধিকারের অধীনে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করে। তাঁর আবেদনে কেন্দ্রের অধ্যাদেশের সাংবিধানিক বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আবেদনেই বলা হয়েছে কেন্দ্রের এই অধ্যাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।