Ipl 2021: রাজস্থান রয়্যালস-এর কাছে ৭ উইকেটে হারল চেন্নাই সুপার কিংস, কাজে লাগলো না গায়কোয়াডের শতরান

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ঋতুরাজ গায়কোয়াডের শতরান সত্ত্বেও রাজস্থান রয়্যালস এর কাছে ৭ উইকেটে হারল ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের শুরুটা ভালো হলেও ,শেষ হাসি হাসল জয়সওয়ালদের রাজস্থান রয়্যালস। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬০ বলে ১০১ রানে তিনি অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড। মারেন ৯টি চার এবং পাঁচটি ছয়। এছাড়াও এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গে এবারের আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিকও হয়ে গেলেন তিনি। টপকে গেলেন কে এল রাহুলকে। এই মুহূর্তে ১২ ম্যাচে সিএসকে ওপেনারের সংগ্রহ ৫০৮ রান। মাত্র ২৪ বছর ২৪৪ দিন বয়সে এছাড়াও সিএসকের জার্সিতে সবচেয়ে কনিষ্ঠতম ওপেনার ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন ঋতুরাজ।

চেন্নাই ইনিংসের শেষদিকে ১৫ বলে ৩২ রান করেন রবীন্দ্র জাদেজাও। তিনি চারটি চার এবং ১টি ছয় মারেন। মূলত ঋতুরাজের ব্যাটে ভর করেই নির্দিষ্ট ২০ ওভারে চার উইকেটে ১৮৯ রান তুলতে সক্ষম হয় চেন্নাই। রাজস্থান বোলারদের এদিন কেউই প্রভাব ফেলতে পারেননি প্রতিপক্ষের ব্যাটারদের ওপর। দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর ৪ ওভার বল করে ৫১ রান খরচ করলেও কোনও উইকেট পাননি। 

জবাবে রান তাড়া করতে নেমে ঝোড়ো ব্যাটিং শুরু করেন রাজস্থানের দুই ওপেনার এভিন লুইস এবং যশস্বী। লুইস ১২ বলে ২৭ রান করেন। যশস্বী ২১ বলে ৫০ রান করেন। এখানেই শেষ নয়, এরপর অধিনায়ক সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে শিবম দুবে দলের রান এগিয়ে নিয়ে যান। সঞ্জু ২৮ রানে আউট হয়ে গেলেও শেষপর্যন্ত ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন শিবম দুবে। মারেন ৪টি চার এবং ৪টি ছয়। ৩১ বলে ৫০ রান করেন শিবম দুবে। ম্যাচের শেষে তিনি ৬৪ রানে অপরাজিত থাকেন। তবে তাঁকে যোগ্য সঙ্গত দেন সঞ্জু স্যামসন এবং গ্লেন ফিলিপস। তাঁরা যথাক্রমে ২৮ এবং ১৪ রান করেন। আর সেইসঙ্গে সাত উইকেটে জয়লাভ করল রাজস্থান রয়্যালস।

গতকালের ম্যাচ যে কোনো ক্রিকেট প্রেমীকেই ভাবিয়ে তুলবে যে , রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে রানের পাহাড় গড়া সত্ত্বেও যশস্বী-দুবে জুটির কাছে হার মানলো সিএসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *