নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী মাসের শুরুতেই নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যাবেন মুখ্যমন্ত্রী। তবে সফর নিশ্চিত হলেও, দিনক্ষণ নিয়ে এখনও আলোচনা চলছে। ফলে বদল হতে পারে সফরসূচি।
সরকারের কাছে আসতে হবে না। সরকাই পৌছে যাবে নাগরিকদের কাছে। জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে, অভাব অভিযোগ শুনে প্রশাসন সরাসরি কাজ করবে। জানা যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়েই জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জেলা সফর
৭ ডিসেম্বর, ২০২১- উত্তর ও দক্ষিণ দিনাজপুর
৮ ডিসেম্বর, ২০২১- মালদহ, মুর্শিদাবাদ
৯ ডিসেম্বর, ২০২১- নদিয়া
তৃতীয়বার ক্ষমতায় এসে উত্তরবঙ্গের জেলা দিয়ে প্রশাসনিক বৈঠক শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহার বাদে দার্জিলিং, জলপাইগুড়িতে প্রশাসনিক সভা করেছেন। এবারে তাঁর সফর- উত্তরবঙ্গের বাকি জেলাতেও। কোভিড পরিস্থিতির কারণে জেলাসফর ব্যহত হয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় একের পর এক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন নিজে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী।