গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ১৬২ জনের,তবে স্বস্তি ফেরাচ্ছে সুস্থতার হার

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা মোকাবিলায় কোনো প্রকার কমতি রাখছে না রাজ্য সরকার । তবুও জেনো নিজের প্রভাব বাড়িয়েই চলেছে এই করোনা অতিমারী । পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে নানা কঠোর নিষেধাজ্ঞা । তা সত্ত্বেও গত ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ১৬২ জনের । যা এখনও পর্যন্ত সর্বোচ্চ । এদিকে রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,০৯১ জন । যা গতকালের তুলনায় একটু বেশি । এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে, ১৩,৮৯৫। 

বৃহস্পতিবারের পরিসংখ্যান বলছে, রাজ্যে গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১৮,৯১০জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১০,৬৪,৫৫৩ জন। আজকের হিসেবে রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ। স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় সংক্রমিতদের মধ্যে ৪১১৮ জনই উত্তর ২৪ পরগনার । অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে সেই প্রথম স্থানেই উত্তর ২৪ পরগনা ।কলকাতাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৬১ জন ।আক্রান্তের নিরিখে উর্ধমুখী নদিয়ার করোনা গ্রাফও । গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৫২ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *