দেশজুড়ে কমছে করোনার সংক্রমণ ।পরপর দুই দিন এক লক্ষের কম সংক্রমণ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সংক্রমণ রুখতে লকডাউন এবং কড়া বাধানিষেধের ফলে দেশজুড়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে মারণ করোনা ভাইরাস। মঙ্গলবারই দীর্ঘ ৬৬ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষের কম। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন । যা গতকালের তুলনায় সামান্য বেশি । গত সোমবার সংখ্যাটা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন । দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ হয়ে মারা গেছে ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন । তবে ২৪ ঘন্টায় ফের বাড়লো করোনায় মৃত্যুর হার । ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ২২১৯ জন ।

এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১২,৩১,৪১৫ জন । সোমবারের তুলনায় যা প্রায় ৭০ হাজার কম ।

রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা । মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৫৪২৭ জন করোনা সংক্রমিত হয়েছেন ।একইসাথে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৮ জন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *