নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সংক্রমণ রুখতে লকডাউন এবং কড়া বাধানিষেধের ফলে দেশজুড়ে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে মারণ করোনা ভাইরাস। মঙ্গলবারই দীর্ঘ ৬৬ দিন পর দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষের কম। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন । যা গতকালের তুলনায় সামান্য বেশি । গত সোমবার সংখ্যাটা ছিল ৮৬ হাজার ৪৯৮ জন । দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ হয়ে মারা গেছে ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন । তবে ২৪ ঘন্টায় ফের বাড়লো করোনায় মৃত্যুর হার । ২৪ ঘন্টায় করোনা প্রাণ কেড়েছে ২২১৯ জন ।
India reports 92,596 new #COVID19 cases, 1,62,664 discharges, and 2219 deaths in the last 24 hours, as per Union Health Ministry.
— ANI (@ANI) June 9, 2021
Total cases: 2,90,89,069
Total discharges: 2,75,04,126
Death toll: 3,53,528
Active cases: 12,31,415
Total vaccination: 23,90,58,360 pic.twitter.com/m13IcoPRqe
এই মুহূর্তে দেশে মোট করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১২,৩১,৪১৫ জন । সোমবারের তুলনায় যা প্রায় ৭০ হাজার কম ।
37,01,93,563 samples tested for #COVID19 up to 8th June 2021 of which 19,85,967 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/R0zMgPop4k
— ANI (@ANI) June 9, 2021
রাজ্যেও দ্রুত হারে কমছে করোনা আক্রান্তের সংখ্যা । মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী এক দিনে মোট ৫৪২৭ জন করোনা সংক্রমিত হয়েছেন ।একইসাথে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৮ জন ।