করোনার টিকা নিয়েই শরীরে তৈরি হয়েছে চৌম্বক ক্ষেত্র,আটকে যাচ্ছে হাতা খুন্তি সহ ধাতব বস্তু

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ম্যাগনেট ম্যান’-র খোঁজ মিলল এ বার শিলিগুড়িতে। ভ্যাকসিন নিয়ে শরীর হল চুম্বক। খুচরো পয়সা, হাতা-খুন্তি, চামচ, কাঁচি ধাতব যে কোনও কিছুই আটকে যাচ্ছে শরীরে। থাকছেও দীর্ঘক্ষণ। শিলিগুড়ির ‘ম্যাগনেট-ম্যান’কে ঘিরে এবার শোরগোল শহরে।

শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ের ভক্তিনগরের বাসিন্দা নেপাল চক্রবর্তীর শরীর এখন কার্যত চুম্বকক্ষেত্র। ঘটনার জেরে রীতিমত আতঙ্কে  নেপাল চক্রবর্তী।

সম্প্রতি মহারাষ্ট্রের এক ব্যক্তি করোনা টিকা নিয়ে দাবি করেন তাঁর শরীর চুম্বক হয়ে গিয়েছে। ধাতব বস্তু আটকে যাচ্ছে শরীরে। বাড়িতে টিভিতে সেখবর দেখছিলেন শিলিগুড়ির ফুলেশ্বরীর বাসিন্দা নেপাল চক্রবর্তী।

খবর দেখার পর তিনিও কৌতুহলবশত পরীক্ষা করতে গিয়ে দেখেন তাঁর ক্ষেত্রেই একই ব্যাপার। প্রথমে চামচ বুকে ঠেকাতেই দেখেন তা আটকে যাচ্ছে। এরপর হাতা-খুন্তি, খুচরো পয়সাও বুকে, হাতে, পিঠে দিয়ে দেখেন সব আটকে যাচ্ছে।

গত ৭ জুন জেলা হাসপাতাল থেকে কোভিশিল্ড টিকা নিয়েছেন নেপাল চক্রবর্তী। তবে তিনি জানিয়েছেন, এর আগে তিনি কখনও শরীরে ধাতব কিছু আটকে দেখেননি। টিভিতে খবর দেখে প্রচেষ্টা চালাতে গিয়ে আশ্চর্যজনক সে ঘটনা ধরা পড়ে। রবিবার সকাল থেকে তার বাড়ির সামনে ভিড় জমে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *