করোনা আক্রান্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজ ভাই

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করোনার হানা ।করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় । শোকের ছায়া নেমে এসেছে মুখ্যমন্ত্রীর পরিবারে । বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত ছিলেন তিনি ।প্রায় ১ মাস ধরে তিনি কলকাতার এক হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়। করোনা প্রোটোকল মেনে দুপুরের পর নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর মেজ ভাই । এলাকায় তিনি পরিচিত ছিলেন কালী বন্দ্যোপাধ্যায় নামে। পরিবার সূত্রে খবর,চিকিৎসা চলাকালীন মুখ্যমন্ত্রীর ভাইয়ের শারীরিক অবস্থা কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে। 

উল্লেখ্য এই রাজ্যে পরপর চারদিন করোনা আক্রান্তের সংখ্যা কুড়ি হাজার ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের। মোট সক্রিয় আক্রান্ত অন্তত ১ লক্ষ ৩১ হাজার ৭৯২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *