Covid-19: দেশজুড়ে ৮১ দিন পর ৬০ হাজারের নীচে নামল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা,কমেছে মৃত্যুর হারও

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশজুড়ে এক সময় যেখানে ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল সেখানে এখন ৬০ হাজারের নীচে নামল দৈনিক করোনা(Covid-19) আক্রান্তের সংখ্যা । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার ৮১ দিন পর সর্বনিম্ন দৈনিক করোনার সংক্রমণ । লকডাউন ও কড়া বিধিনিষেধের ফলেই মিলেছে এই সুফল ।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৮ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৮১ হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় কবলে মৃত্যু হয়েছে ১৫৭৬ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ৮৬ হাজার ৭১৩ জন।

গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের থেকে সুস্থতার হার বেশি । ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ হাজার ৬১৯ জন। বর্তমানে করোনার আক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২৯ হাজার ২৪৩ । এই পর্যন্ত দেশে মোট করোনার ভ্যাকসিন পেয়েছেন ২৭ কোটি ৬৬ লক্ষ ৯৩ হাজার ৫৭২ জন।

এদিকে, কোনওমতে দ্বিতীয় ঢেউ সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশ। এরমধ্যেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। ঠিক কবে নাগাদ আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ। কতটাই বা অনিবার্য। এই সমস্ত প্রশ্নের ধোঁয়াশা কাটালেন AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *