Covid-19: নিমেষে স্বস্তি উধাও! দেশজুড়ে ফের হাজার ছাড়ালো দৈনিক করোনায় মৃতের সংখ্যা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বিগত কয়েকদিন দৈনিক সংক্রমন কম থাকলেও,গতকাল থেকে আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনায় আক্রান্তের সংখ্যা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৭৮৬ জন। বুধবার তা ছিল প্রায় ৪৬ হাজার। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে মুক্ত হয়েছেন ৬১ হাজার ৫৮৮ জন। 

এদিকে দুদিন পর ফের হাজার ছাড়ালো দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছেন ১০০৫ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনার বলি হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯। তবে কমছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ২৫৭।

তৃতীয় ঢেউ আসার আগেই দেশে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে দেশের হাতে আসতে চলেছে আরও এক Covid 19 Vaccine। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এ নিয়ে দেশে মোট  ৩৩ কোটি ৫৭ লক্ষ ১৬ হাজার ১৯ জনের টিকাকরণ হয়েছে। চলতি বছরের মধ্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পূর্ণ করার পথে এগোচ্ছে কেন্দ্র। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *