নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: হঠাৎই শারীরিক অবস্থার অবনতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের । তার অক্সিজেন স্যাচুরেশন নেমেছে ৯০ এর নিচে । চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে আর কিছুক্ষনের মধ্যেই নিয়ে যাওয়া হবে অলিপুরের একটি বেসিরকারী হাসপাতালে ।
অসুস্থতা দীর্ঘদিনের। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। তারপরই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু তিনি কিছুতেই হাসপাতালে যেতে রাজি হননি। ফলে বাড়িতেই সবরকম ব্যবস্থা করে শুরু হয়েছিল চিকিৎসা। স্বাভাবিকই চলছিল সব। অক্সিজেন স্যাচুরেশনও মাত্রার মধ্যেই ছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আচমকাই অবস্থার অবনতি। নেমে গিয়েছে শরীরে অক্সিজেনের মাত্রা। শিথিল হয়ে গিয়েছে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনা। তা দেখেই চিকিৎসকরা জানিয়েছেন, এবার হাসপাতালে ভরতি হতেই হবে। সেইমতো ব্যবস্থা করা হচ্ছে।