নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুকুল রায়ের হাত ধরেই কী বাংলায় শুরু হচ্ছে বিজেপির ভাঙন? বিজেপি সর্বভারতীয়-সহ সভাপতির তৃণমূলে ফেরার খবর শোনামাত্রই এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক পোস্ট করলেন তৃণমূলত্যাগী পদ্ম শিবিরের নেতা অনুপম হাজরা।বঙ্গ বিজেপিতে ‘লবিবাজি’ চলছে বলে বিস্ফোরক অভিযোগ ‘ডঃ হাজরা’র। কটাক্ষ করেছেন, চার্টার্ড বিমানে দিল্লি উড়ে যাওয়া ‘রয়্যাল’ সদস্যদেরও। তবে একইসঙ্গে বিজেপি নেতৃত্বকে আশ্বস্ত করেছেন, আপাতত দলেই থাকছেন তিনি। দলীয় বৈঠকে তাঁকে যেন ডাকা হয় সে আর্জিও জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
শুক্রবার অনুপম হাজরা টুইটারে লেখেন, ‘নির্বাচন চলাকালীন ২-১ জন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্ত্বেও লবিবাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করা’র করুণ পরিণতি!!! চার্টার্ড ফ্লাইটের রয়্যাল যাত্রীরাও মিসিং!!! এখনও সময় আছে, বঙ্গ বিজেপির উচিৎ লবিবাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো।’
আশা রাখছি এবার বঙ্গ বিজেপির আগামী দিনের মিটিং গুলোতে proper protocol মেনে invitation পাবো !!! pic.twitter.com/UXjXs2AqIl
— Anupam Hazra (Dr. Anupam Hazra) (@tweetanupam) June 11, 2021
মুকুল রায়ের তৃণমূলে ফেরা প্রসঙ্গে অনুপম বলেন, ‘তিনি বিচক্ষণ নেতা। নিঃ,সন্দেহে একটা দলের ক্ষতি। তবে আমরা যদি একত্রে লড়তে পারি, তাহলে কোনও প্রভাব পড়বে না’। উল্লেখ্য, মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের খবর সামনে আসার পরপরই যেভাবে BJP-র বিরুদ্ধে এভাবে সরব হলেন অনুপম, তা রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুকুল রায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত অনুপম। যদিও তাঁর তৃণমূলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অনুপম।